উত্তরাখণ্ডে বন্যায় ৩ দিনে মৃত্যু ২২

ভারতের উত্তরাখণ্ডে বন্যায় ৩ দিনে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরাখণ্ডের বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। ছবি: পিটিআই

ভারতের উত্তরাখণ্ডে বন্যায় ৩ দিনে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে নৈনিতালের মুক্তেশ্বর ও খাইর্না এলাকায় বাড়ি ধসের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং উধম সিং নগরে একজন বন্যার পানিতে ভেসে গেছেন। নেপালের ৩ জন শ্রমিকসহ গতকাল সোমবার ৫ জনের মৃত্যু হয়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুসকর সিং ধামি বলেছেন, 'বাড়িঘর ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীর ৩টি হেলিকপ্টার নিয়োজিত আছে।'

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার এএনআইক বলেন, 'অবিরাম বৃষ্টির কারণে ২৪-২৫ জন মানুষ মারা গেছেন।'

মুখ্যমন্ত্রী পুসকর সিং ধামি গণমাধ্যমকে জানান, কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কথা বলেছেন।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago