ওমিক্রন মোকাবিলায় হরিয়ানায় রাতে কারফিউ

ছবি: রয়টার্স

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ভারতের হরিয়ানায় রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। এছাড়া, রাজ্যটির সরকার জনবহুল স্থান ও যে কোনো অনুষ্ঠানে ২০০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকের পরে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নতুন বিধিনিষেধের ঘোষণা দিয়েছেন।

এর আগে, হরিয়ানা সরকার ঘোষণা করেছিল- প্রাপ্ত বয়স্কদের যারা সম্পূর্ণ টিকা নেয়নি তাদের আগামী ১ জানুয়ারি থেকে হরিয়ানার মল, সিনেমা হল এবং রেস্তোরাঁর মতো জনবহুল জায়গায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে, ভারতের ১৭টি রাজ্যে ওমিক্রনে আক্রান্ত ৩৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জনগণকে সচেতন ও করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। কারণ কারণ ওমিক্রন ডেল্টার সংক্রামক।

Comments