করোনায় আক্রান্ত কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি করোনার হালকা লক্ষণ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন।
আজ মঙ্গলবার সকালে টুইটার বার্তায় কেজরিওয়াল এ তথ্য জানান।
করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ দেওয়ার পাশাপাশি তিনি সম্প্রতি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা ও আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন।
ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় গতকাল সোমবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৪ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সরকারি বার্তায় বলা হয়েছে, দিল্লিতে শনাক্তের হার ৬ দশমিক ৪৬ শতাংশ, যা ২০২০ সালের মে মাস থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আম আদমি পার্টির পক্ষে প্রচারণার কাজে কেজরিওয়াল সম্প্রতি গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাব ভ্রমণ করেছেন।
Comments