হিজাব বিতর্কে যা বললেন মালালা

মালালা ইউসুফজাই। রয়টার্স ফাইল ফটো

ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

বিবিসি বলছে, ২৪ বছর বয়সী এই অ্যাক্টিভিস্ট টুইট করেছেন- কলেজ আমাদের পড়ালেখা এবং হিজাবের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করছে।

তিনি মন্তব্য করেন, নারীদের হিজাব পরে স্কুলে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের একটি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। তাতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। ওই সিদ্ধান্তের পর কয়েক সপ্তাহ ধরে কর্ণাটক রাজ্যে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বিবিসি বলছে, শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত এই বিতর্ক কর্ণাটক রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফলে স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা রয়েছে। বিষয়টি এখন রাজ্যের উচ্চ আদালতে পৌঁছেছে।

Comments