কেজরিওয়ালের দলে যোগ দিলেন শেবাগের বোন

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের বোন অঞ্জু শেবাগ আজ শুক্রবার আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অঞ্জু সাবেক কাউন্সিলর এবং কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, ২০১২ সালের দিল্লি এমসিডি নির্বাচনে দক্ষিণপুরী এক্সটেনশন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
শুক্রবার আম আদমি পার্টি এক টুইটে জানিয়েছে, বীরেন্দ্র শেহবাগের বোন এসএমটি অঞ্জু শেবাগ আম আদমিতে যোগ দিয়েছেন। তিনি দিল্লির সাবেক কংগ্রেস কাউন্সিলর এবং পেশায় শিক্ষক ছিলেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাজ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি আম আদমিতে যোগ দিয়েছেন।
Comments