জম্মু-কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৫

জম্মু-কাশ্মীরের বুদগাম ও পুলওয়ামা জেলায় দুটি পৃথক বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছেন। আজ রোববার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা মধ্যে জঙ্গি সংগঠন লস্কর-ই-তায়েবা (লেট) এবং জইশ-ই-মোহম্মদের (জেইএম) সদস্য বলে জানিয়েছে দেশটির পুলিশ।
কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, গত ১২ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের মধ্যে জইশ-ই-মোহম্মদের শীর্ষ কমান্ডার জাহিদ ওয়ানি এবং এক পাকিস্তানি নিহত হয়েছেন। জাহিদ ওয়ানি লেতপুরা বোমা হামলার ঘটনায় জড়িত ছিলেন। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ওই হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ ক্যাডার মারা গিয়েছিল।
শনিবার সন্ধ্যায় কাশ্মীর জোন পুলিশ জানায়, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নায়রা এলাকায় দুর্বৃত্তদের উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, নিরাপত্তা বাহিনী সেখানে একটি অনুসন্ধান অভিযান শুরু করে। পরে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হন। এছাড়া, মধ্য কাশ্মীরের বুদগাম জেলার খরার-ই-শরিফ এলাকায় আরও একজন নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি একে ৫৬ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে।
Comments