জম্মু-কাশ্মীরে বাসে হামলা: ২ পুলিশ নিহত, আহত ১২

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি পুলিশ ক্যাম্পের কাছে পুলিশের বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জম্মু-কাশ্মীরের ২ পুলিশ সদস্য মারা গেছেন এবং ১২ জন আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা একটি সুরক্ষিত এলাকায় বাসে ভারি গুলি বর্ষণ করে। যেখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ক্যাম্প আছে। আজ সন্ধ্যায় পান্থচক এলাকায় ঘটনাটি ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করতে অভিযান শুরু করা হয়েছে।
কাশ্মীরের বান্দিপোরা জেলায় একটি পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালানোর কয়েক দিন পরে এই হামলা চালানো হলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাশ্মীরে হামলার ঘটনাগুলোর মধ্যে এটি দ্বিতীয় বড় হামলা।
Comments