নদীয়ায় ট্রাক-ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত ১৮

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলবাড়ি এলাকায় ভ্যানগাড়ির ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলবাড়ি এলাকায় ভ্যানগাড়ির ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে পাথরবাহী ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা মরদেহ দাহ করতে উত্তর চব্বিশ পরগণার বাগদা থেকে নবদ্বীপে যাচ্ছিলেন।

আহতদের নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘন কুয়াশা ও ট্রাকের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

1h ago