পশ্চিমবঙ্গ লকডাউন ৩০ জুলাই পর্যন্ত বাড়ল

ফাইল ফটো রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

আজ বুধবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সর্বশেষ নির্দেশনায় পশ্চিমবঙ্গে লকডাউন চলাকালীন স্থানীয় সময় রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। লকডাউন চলাকালীন জরুরি ও প্রয়োজনীয় পরিষেবা কর্মীদের চলাচলের জন্য বিশেষ ট্রেন ছাড়া রাজ্যের মধ্যে স্থানীয় ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তবে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি পণ্য ও কৃষিপণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

আগামী ১৬ জুলাই থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ জুলাই থেকে সপ্তাহে পাঁচ দিন স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন খালি রেখে কলকাতা মেট্রো ট্রেন ও গণপরিবহন চলবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রাজ্য সরকার গত ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত কঠোর লকডাউন জারি করে। পরে এই নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

Comments

The Daily Star  | English

How Bangladesh can absorb tariff shock

New US tariffs challenge RMG sector, but global competitive edge holds

3h ago