পাহাড়ের ফাটলে আটক, উদ্ধার অভিযানে সেনা ও বিমানবাহিনী

ভারতের কেরালার পালাক্কড়ের মালামপুঝা এলাকায় গত সোমবার থেকে পাহাড়ের ফাটলে আটকে আছেন ২০ বছর বয়সী এক যুবক। তিনি ফাটলে আটকে পড়ায় উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে বা তাকে খাবার ও পানীয় সরবরাহ করতে পারছেন না।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিওতে দেখা গেছে, টি-শার্ট ও শর্টস পরিহিত ওই যুবক পাহাড়ের ছোট ফাটলের মাঝে কোনোভাবে নিজের ভারসাম্য ধরে রেখেছেন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ সকালে টুইট করে জানান, উদ্ধারকারী সেনা দল ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে পেরেছে। চেরাদ পাহাড়ে আটকে পড়া ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকারীদের দুটি ইউনিট আছে। সেনাবাহিনীর সদস্যরা তার সঙ্গে কথা বলতে পেরেছে। আজ উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
সেনাবাহিনীর পাশাপাশি বিমনাবাহিনীও উদ্ধারকাজে যোগ দেবে বলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, ওই যুবকের নাম আর বাবু। তিনি সোমবার আরও দু'জনের সঙ্গে চেরাদ পাহাড়ের ওপর ওঠার সিদ্ধান্ত নেন। কিন্তু, অন্য দু'জন চেষ্টা করেও মাঝপথে ফিরে আসেন। কিন্তু, বাবু চেষ্টা করতে থাকেন। একসময় পিছলে যান এবং পড়ে যান। পরে পাহাড়ের পাথরে ফাটলে আটকা পড়েন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ফেসবুক পোস্টে বলেছেন, একটি মেডিকেল টিম গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পালাক্কড় জেলা মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল প্রয়োজনীয় চিকিৎসার তত্ত্বাবধান করবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং পালাক্কড় জেলা হাসপাতালে যে কোনো বিশেষ চিকিত্সার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
Comments