ভারতের মহারাষ্ট্রে ভূমিধস, নিহত অন্তত ৩৬
ভারতের মহারাষ্ট্রের কংকন অঞ্চলের রায়গড় জেলায় ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল তিনটি পৃথক ভূমিধসের ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে, একটি এলাকা থেকে ৩২ জনের ও অপর আরেকটি এলাকা থেকে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
এনডিটিভি আরও জানায়, কংকন অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় হাজার হাজার মানুষ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে। মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড়ের বন্যা কবলিতদের উদ্ধারের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
কর্তৃপক্ষ আটকে পড়া লোকজনকে ছাদে বা উঁচু জায়গায় অবস্থান করার আহ্বান জানিয়েছে, যেন হেলিকপ্টারে থাকা উদ্ধারকারী দল তাদের খুঁজে বের করে সরিয়ে নিতে পারে।
এ ছাড়া, নৌবাহিনীর দুটি উদ্ধারকারী দল, ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, কোস্টগার্ডের দুটি দল ও ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স টিমের (এডিআরএফ) তিনটি দল উদ্ধার কাজে নিয়োজিত আছে।
Comments