ভারতে দৈনিক সংক্রকমণ আরও কমল

মুম্বাইয়ের একটি রেল স্টেশনে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রয়টার্স ফাইল ফটো।

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৭ হাজার ৯৫২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৫৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৭.৯৮ শতাংশ।

গতকাল বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখের মাইলফলক ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ১ হাজার ১১৪ জন।

আজ শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮১৪ জন এবং সুস্থতার ৯৫.৬৪ শতাংশ।

ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট প্রায় ১৬৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি অতিক্রম করে। পরে গত বছরের ৪ মে দুই কোটির মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন তিন কোটি অতিক্রম করে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago