ভারতে দৈনিক সংক্রমণ ৫ শতাংশে নামল

ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ হাজার ৫৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ১৮৮ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার কমে হয়েছে ৫ দশমিক শূন্য দুই শতাংশ। এসময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৩৪টি।

দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৪ হাজার ৬২ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৬১১ জন।

আজ সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৫৬ জন এবং সুস্থতার ৯৬.৪৬ শতাংশ।

ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১৭০ কোটি ২১ লাখ ৭২ হাজার ৬১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৫৫ লাখ ৭৮ হাজার ২৯৭ ডোজ টিকা।

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

45m ago