ভারতে মৃত্যু ৫ লাখ ছাড়াল

ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৭২ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৯.২৭ শতাংশ। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখের মাইলফলক ছাড়িয়েছে।

আজ শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৫ লাখ ৫৫ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন এবং সুস্থতার ৯৫.৩৯ শতাংশ।

ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ১৬৮ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৬৮ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৫৫ লাখ ৫৮ হাজার ৭৬০ ডোজ।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি অতিক্রম করে। পরে গত বছরের ৪ মে দুই কোটির মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন তিন কোটি অতিক্রম করে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago