ভারতে সংক্রমণ ৪ শতাংশের নিচে নামল

মুম্বাইয়ের একটি রেল স্টেশনে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রয়টার্স ফাইল ফটো।

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৯১ হাজার ৬৭৮ এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৮৯ শতাংশ।

দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৭ হাজার ১৭৭ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ১৩৭ জন।

আজ বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪০৭ জন এবং সুস্থতার ৯৭.১৭ শতাংশ।

ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১৭১ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৭০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৪৮ লাখ ৫১ হাজার ৪৩২ ডোজ টিকা।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

1h ago