ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২৫, শনাক্ত ১.৮০ শতাংশ

ভারতের আহমেদাবাদে করোনার নমুনা সংগ্রহ করছেন এক চিকিৎসাকর্মী। ছবি: ফাইল ফটো রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২৫ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ১১ হাজার ২৩০ জন। একই সময়ে আক্রান্ত আরও ২২ হাজার ২৭০ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ২ হাজার ৫০৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৩৫ হাজার ৪৭১টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৬০ হাজার ২৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫৩৫ জন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি ও ওড়িষা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮ জন। ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী আছেন ৩৮ হাজার ৩৫৩ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৬ লাখ ২৮ হাজার ৫৭৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১৭৫ কোটি ৩ লাখ ৮৬ হাজার ৮৩৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৫ লাখ ৪০ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৭৩ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৭৮ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

44m ago