ভারত বনধে দিল্লি সীমান্তে অচলাবস্থা

ভারতের বিতর্কিত ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে 'বনধ' পালন করছে কৃষি সংগঠনগুলো। আন্দোলনকারীদের অভিযোগ, এই আইনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হাতে দেশের কৃষি খাতের দখল নেওয়ার ক্ষমতা চলে যাবে।
আজ সোমবার সকাল ৬টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। চলমান এই ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছে ৪০টি খামারি সংগঠনের সমন্বয়ে গঠিত সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)।
তারা জানিয়েছেন, জাতীয় মহাসড়কের কিছু অংশে তারা যান চলাচল করতে দেবেন না। আজ সকালে দিল্লি-মিরুত মহাসড়কে প্রবেশপথ আটকে দিলে দিল্লি সীমান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এসকেএম জানিয়েছে, দেশজুড়ে সব সরকারি-বেসরকারি শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান, দোকান, শিল্প কারখানা এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তবে জরুরি সেবা বিঘ্নিত হবে না।
ভারতের বিভিন্ন অংশ, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের পশ্চিম অংশের কৃষকরা গত বছরের নভেম্বর মাস থেকে দিল্লি রাজ্যের সীমানায় আন্দোলন করছেন। তারা বিজেপি সরকারের করা ৩টি আইন বাতিলের দাবি জানিয়ে আসছেন। কৃষকরা আশঙ্কা করছেন, এই আইনের মাধ্যমে ন্যূনতম মূল্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা বড় বড় প্রতিষ্ঠানের মুখাপেক্ষী হতে বাধ্য হবেন।
কেন্দ্রীয় সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং কৃষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগুলোর সংশোধন করার প্রস্তাব দিয়েছে। তবে কৃষকরা আইন বাতিলের দাবিতে অনড় আছেন।
Comments