মা হারালেন অক্ষয় কুমার

ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের মা গেছেন। আজ বুধবার সকালে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অরুণা ভাটিয়াকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অক্ষয় কুমার নিজেই তার মায়ের মৃত্যুর সংবাদ জানিয়েছেন। তিনি তার ভ্যারিফায়েড পেজে লেখেন, 'তিনি আমার সব কিছু ছিলেন। আমি আমার অস্তিত্বের গভীরে আমার অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আজ সকালে আমার মা অরুণা ভাটিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি পরকালে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমি ও আমার পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।'
Comments