মেঘালয়ের ৪ জেলায় ইন্টারনেট সেবা স্থগিত

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় মেঘালয় সরকার চারটি জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত করেছে।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডে জানায়, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর প্রাক্তন নেতার মৃত্যুর পর শিলং এবং মেঘালয়ের অন্যান্য অংশের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এইচএনএলসির প্রাক্তন সাধারণ সম্পাদক চেস্টারফিল্ড থাংখিউয়ের হত্যার বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা শিলং এবং রাজ্যের অন্যান্য অংশে অব্যাহত আছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মেঘালয় সরকার ১৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পূর্ব খাসি হিলস, পশ্চিম খাসি হিলস, দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এবং রি-ভোই জেলা এ চার জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত করেছে।
অন্যদিকে, পূর্ব খাসি হিলস জেলার জেলা প্রশাসক ১৫ আগস্ট রাত ৮টা থেকে ১৭ আগস্ট ভোর ৫টা পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শিলং অংশে কারফিউ জারি করেছেন।
Comments