মোদির সফরের ২ দিন আগে জম্মুতে সংঘর্ষ, নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ৩
ভারতের জম্মুতে সুনজুয়ান সেনানিবাস এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা ও ২ বন্দুকধারী নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ২ দিন আগে এই ঘটনা ঘটলো।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ গণমাধ্যমকে জানায়, বন্দুকধারীরা জম্মু শহরে হামলার পরিকল্পনা করছিলেন।
কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) জানায়, বন্দুকধারীরা তাদের একটি বাসে হামলা চালালে এক সহকারী উপপরিদর্শক নিহত হন।
জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং গণমাধ্যমকে বলেন, 'সুনজুয়ানের গোলাগুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন। তারা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন। তাদের লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রাণহানি।'
'বন্দুকধারীরা ভোরে সিআইএসএফের ১৫ সদস্য বহনকারী বাসে হামলা চালান' উল্লেখ করে এক সিআইএসএফ কর্মকর্তা বলেন, 'সিআইএসএফ কার্যকরভাবে তা প্রতিরোধ করায় হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় সিআইএসএফের এক কর্মকর্তা নিহত ও ২ সদস্য আহত হয়েছেন।'
আগামী রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মুতে যাওয়ার কথা আছে। ২০১৯ সালের অগাস্টে জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা বিলুপ্তির পর সেখানে মোদির এটিই প্রথম সফর।
প্রধানমন্ত্রীর সফরের আগে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছে বন্দুকধারীদের উপস্থিতি গুরুতর উদ্বেগের বিষয় বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
Comments