সায়নী ঘোষকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ
হত্যাচেষ্টার অভিযোগে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সায়নী ঘোষকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার (আরবান) বিজে রেড্ডি ইন্ডিয়া টুডেকে বলেছেন, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আইপিসির ৩০৭, ১৫৩ ধারায় মামলা দায়ের করেছি।
তৃণমূল কংগ্রেসের শীর্ষ সূত্র জানিয়েছে, আজ সকাল ১১টার দিকে সায়নী ঘোষের হোটেল রুমে কয়েকজন নারী পুলিশ যান। তারা জানান সায়নীকে জিজ্ঞাসাবাদ করতে চান। পরে, দলের অন্যান্য কর্মীরা থানায় পৌঁছে জানতে পারেন, সায়নীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি কয়েকজন বিজেপি কর্মীকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
Comments