সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল

করোনাভাইরাসে আক্রান্ত সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
কলকাতার উডল্যান্ডস হাসপাতালের বরাত দিয়ে আজ বুধবার বিকেলে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
কোভিড পজিটিভ পরীক্ষার পর গত সোমবার রাতে ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি ও ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়।
উডল্যান্ডস হাসপাতাল এক বিবৃতিতে জানায়, 'ভর্তি হওয়ার দ্বিতীয় দিনে সৌরভ গাঙ্গুলির রক্তের গতি স্থিতিশীল আছে, তার জ্বর নেই এবং অক্সিজেন স্যাচুরেশন ৯৯ শতাংশ।'
গতরাতে তার ঘুম ভালো হয়েছে এবং তিনি সকালের নাস্তা ও দুপুরের খাবার খেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, 'ডা. সরোজ মন্ডল, ডা. সপ্তর্ষি বসু ও ডা. সৌতিক পান্ডাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের বিষয়ে নিবিড় নজর রাখছে।'
সৌরভ গাঙ্গুলি অবশ্য করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। হাসপাতালের চিকিত্সকরা এনডিটিভিকে জানিয়েছেন যে গাঙ্গুলির ওমিক্রন ভ্যারিয়েন্ট কি না, তা জানতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
Comments