১৫তম রাউন্ডে ৩৯ হাজার ভোটে এগিয়ে মমতা

দক্ষিণ কলকাতার ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এনডিটিভি থেকে নেওয়া

দক্ষিণ কলকাতার ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ রোববার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫তম রাউন্ড গণণা শেষে ৩৯ হাজার ৬৫৭ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৫৮ হাজার ৫০৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ১৮ হাজার ৮৪৬ ভোট।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনের প্রাথমিক গণনায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

এতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হলে তাকে এই আসনে বিজয়ী হতে হবে।

এ ছাড়াও, মুর্শিদাবাদের শমশেরগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জঙ্গিপুর উপনির্বাচনে জাকির হোসেন এগিয়ে রয়েছেন।

গণমাধ্যমে আরও বলা হয়েছে, আজ সকাল ৮টায় ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনা শুরু হয় এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। ভোট গণনা হবে ২১ রাউন্ড। গণনাকেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

৩ উপনির্বাচনের ফলাফল আজ জানা যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভবানীপুরের মমতার এগিয়ে থাকার সংবাদে সেখানকার যদুবাবুর বাজারে ও সল্টলেকের দত্তাবাদে দল প্রধানের ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টি খাইয়ে বিজয়োল্লাস করছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

এতে আরও বলা হয়েছে, ভোট গণনার শুরু থেকেই কলকাতায় বিজেপির নির্বাচনী কার্যালয় ফাঁকা দেখা যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Bangladeshi students terrified over attack on foreigners in Kyrgyzstan

Mobs attacked medical students, including Bangladeshis and Indians, in Kyrgyzstani capital Bishkek on Friday and now they are staying indoors fearing further attacks

5h ago