শতাধিক বাড়িতে আগুনের দায় বিড়ালের

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দমকল কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, গত ৩ বছরে দেশটিতে ১০০টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটিয়েছে বিড়াল। বিড়ালের মালিকদের তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিউল মেট্রোপলিটন ফায়ার অ্যান্ড ডিজাস্টার ডিপার্টমেন্টের এক বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে এই বছরের নভেম্বরের মধ্যে বিড়াল মোট ১০৭টি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
এসব বিড়াল বৈদ্যুতিক চুলার সুইচ অন করে আগুনের সূত্রপাত করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিড়াল লাফ দিয়ে স্পর্শ-সংবেদনশীল বোতামে স্পর্শ করে বৈদ্যুতিক চুলা চালু করতে পারে। অতিরিক্ত গরম হয়ে গেলে এসব চুলায় আগুন ধরে যায়।
সিউল মেট্রোপলিটন ফায়ার অ্যান্ড ডিজাস্টার ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিড়ালের মাধ্যমে শুরু হওয়া এসব অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন। এমন ঘটনার অর্ধেকেরও বেশি ঘটেছে বিড়ালের মালিকরা বাড়ির বাইরে থাকার সময়।
সিউল ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা চুং গয়ো-চুল বলেন, 'বিড়াল সম্পর্কিত অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতি অব্যাহতভাবে ঘটছে। আমরা পোষা প্রাণী থাকা পরিবারগুলোকে বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ বাড়িতে কেউ না থাকলে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।'
পোষা প্রাণীর কারণে অগ্নিকাণ্ডের সমস্যাটি শুধু দক্ষিণ কোরিয়াতেই সীমাবদ্ধ নয়। আমেরিকান হিউম্যান অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার বাড়িতে আগুন লাগার জন্য দায়ী পোষা প্রাণী।
Comments