১০৭ বছরের যমজ বোন

জাপানের যমজ বোন ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামা। ছবি: সংগৃহীত

জাপানের যমজ বোন ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামার বয়স ১০৭ বছর ৩৩০ দিন। তারা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।

আজ বুধবার সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

সুমিয়ামা গত এপ্রিল থেকে ও কোদামা তার ১০৬ বছর বয়স থেকে আলাদা রেস্ট হোমে থাকছেন। চলমান করোনা মহামারির কারণে তত্ত্বাবধায়কের মাধ্যমে তাদের সনদ হস্তান্তর করা হয়েছে।

ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামা ১৯১৩ সালের ৫ নভেম্বর জাপানের শোদো দ্বীপে জন্মগ্রহণ করেন। পরিবারে ১১ সন্তানের মধ্যে সুমিয়ামা তৃতীয় ও কোদামা চতুর্থ।

৪ সন্তানের জননী সুমিয়ামা এখনও শোদো দ্বীপে বসবাস করছেন এবং ৩ সন্তানের জননী কোদামা বাস করছেন কিউশু দ্বীপের ওইতা শহরে।

এর আগে, জাপানের কিন নারিতা ও জিন কানিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাদের বয়স ১০৭ বছর ১৭৫ দিন।

সুমিয়ামা ও কোদামা তাদের আগে নারিতা ও জিন কানির রেকর্ড সম্পর্কে জানতেন। তাদের মাধ্যমে নারিতা ও জিন কানির রেকর্ড ভেঙে যাওয়ায় তারা এ নিয়ে রসিকতাও করেন।

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আছেন জাপানের কানে তানাকা। এই নারীর বয়স ১১৮ বছর।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

9h ago