১ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর আগে, দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি জানায়।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়া বলেছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটের দিকে তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাটি শনাক্ত করে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, 'পূর্ব সাগরে উত্তর কোরিয়ার সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আমাদের সেনাবাহিনী শনাক্ত করেছে।'
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা পুরো বিষয়টি পর্যালোচনা করছেন বলেও জানান তিনি।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া 'ব্যালিস্টিক মিসাইলের মতো বস্তু' ছুড়েছে।
গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক গুরুত্বপূর্ণ বৈঠকে বলেছিলেন, '২০২২ সালে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে।'
আবার গত ১ জানুয়ারি ক্ষমতা গ্রহণের ১০ বছর উপলক্ষে দেওয়া বক্তৃতায় তিনি পারমাণবিক অস্ত্রের চেয়ে তার দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।
কিন্তু, মাত্র ৪ দিন পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া দাবি করে, ক্ষেপণাস্ত্রটি ছিল 'হাইপারসনিক'।
গতকাল জাতিসংঘে ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য ও আলবেনিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার এমন কাজ 'আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি'। এমন কর্মসূচি থেকে বিরত থাকার পাশাপাশি উত্তর কোরিয়াকে 'অর্থবহ আলোচনার'য় বসারও আহ্বান জানানো হয়।
এর পরদিনই আবার কোরীয় উপকূলের দেশটির ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদ এলো।
Comments