২ সপ্তাহের মধ্যে চতুর্থ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আবারও 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
আজ সোমবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ২টি স্বল্পপাল্লার 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' সাগরে ছুড়েছে।
এর আগে গত ৫, ১১ ও ১৪ জানুয়ারি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, 'পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তর কোরিয়া সম্ভবত ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলো কতদূরে গিয়ে পড়েছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলা যাচ্ছে না।'
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার নিন্দা জানিয়ে জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাৎসুনো বলেছেন, এটি এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
গত ১৪ জানুয়ারি উত্তর কোরিয়া একটি ট্রেন থেকে ২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
এর আগে গত ১১ জানুয়ারি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের উপস্থিতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করার কথা গণমাধ্যমে জানানো হয়।
কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, যুক্তরাষ্ট্র থেকে ছাড় পাওয়ার আশায় কিম ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার পুরনো কৌশল নিয়েছেন।
Comments