পর্যটন নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী জর্ডান 

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান আজ সে দেশের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী নায়েফ আল ফয়েজের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

জর্ডানের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী নায়েফ আল ফয়েজ বলেছেন, বাংলাদেশ ও জর্ডানের পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। আজ বুধবার জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানের সঙ্গে দেশটির রাজধানী আম্মানে এক বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে জর্ডানের পর্যটন শিল্পে বাংলাদেশিদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জর্ডানের মন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত দুই দেশের পর্যটন শিল্প সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে একটি চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা পর্যালোচনা করতে সম্মত হন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, 'দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিকভাবে উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশ জর্ডানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী। জর্ডান ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে, যা জর্ডানের অর্থনৈতিক উন্নয়নেও সাহায্য করবে।'

রাষ্ট্রদূত নাহিদা সোবহান মন্ত্রী নায়েফ আল ফয়েজকে জর্ডানে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার অনুরোধ জানান।

তিনি বলেন, 'বাংলাদেশের ভ্রমণ পিপাসুরা এশিয়া ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণ করেন। যদি বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ পদ্ধতি সহজ করা হয়, বাংলাদেশ থেকে অনেক পর্যটক প্রতি বছর জর্ডানের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করতে পারবেন।'

'এতে জর্ডানের পর্যটন খাত উপকৃত হবে এবং দক্ষিণ এশিয়ায় জর্ডানের ছবি আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে,' যোগ করেন তিনি।

'পর্যটন শিল্প জর্ডানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে' উল্লেখ করে দেশটির মন্ত্রী নায়েফ আল ফয়েজ বলেন, 'তাই সরকার এই শিল্পের প্রসারে বিশেষভাবে আগ্রহী। জর্ডান সরকার বাংলাদেশসহ বিশ্বের যে কোনও দেশের নাগরিকদের জর্ডান ভ্রমণের আমন্ত্রণ জানায়।'

তিনি বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ভ্রমণ পদ্ধতি সহজ করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তিনি পর্যটন খাত নিয়ে কাজ করা নির্ভরযোগ্য বেসরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির বিষয়ে জোর দেন।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

9m ago