অটোয়ার হাইকমিশনার খলিলুর রহমান সচিব হলেন

খলিলুর রহমান

কানাডার অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ড. খলিলুর রহমানকে পদোন্নতির কথা জানানো হয়।

তিনি অটোয়ায় অতিরিক্ত সচিব পদমর্যাদায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, নতুন পদোন্নতির আগে।

মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েট ড. খলিলুর রহমান জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে সপ্তম বিএসিএসের মাধ্যমে কূটনীতিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। কানাডায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন উচ্চ পদে কাজ করেছেন। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Comments