অতিরিক্ত আইজিপির বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা এলাকায় এক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ১৪ বছর বয়সী শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Dhaka Map.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর রমনা এলাকায় এক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ১৪ বছর বয়সী শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিকের রমনা অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন।

রমনা থানার ডিউটি অফিসার এসআই মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মফিজুর রহমান জানান, আজ বিকেলে ওই বাসায় গৃহকর্মীর মৃত্যুর কথা জানতে পেরে সেখানে যায় পুলিশ। বাসার বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত করা হবে।

Comments

The Daily Star  | English

Waterlogged road or a death trap?

4, including 3 of a family, electrocuted to death in Mirpur

2h ago