অতিরিক্ত সচিব মাহবুব কবীরকে এবার সরকারের ‘তিরস্কার’

মাহবুব কবীর। ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবিরকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর, আবারও তাকে শাস্তি দিয়েছে সরকার। তার বিরুদ্ধে 'অসদাচরণের' অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে 'তিরস্কার' করে 'লঘুদণ্ড' দেওয়া হয়েছে।

গত ১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় একটি অনলাইন পত্রিকায় 'বিনিয়োগ করতে এসে হু হু করে কাঁদতে দেখেছি বিদেশিদের' শিরোনামে মাহবুব কবীরের একটি লেখা প্রকাশিত হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ লেখায় মনগড়া, ভিত্তিহীন ও সরকারের জন্য অস্বস্তিকর বক্তব্য প্রকাশিত হয়। এতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী 'অসদাচরণের' অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

এতে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে 'অসদাচরণের' অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযোগের গুরুত্ব ও প্রাসঙ্গিক প্রশাসনিক বিষয় বিবেচনা করে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে 'তিরস্কার' নামীয় লঘুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ লঘুদণ্ড আরোপের বিষয়ে রাষ্ট্রপতি সদয় সম্মতি জ্ঞাপন করেন।

মাহবুব কবীরকে গত বছরের ২৫ মার্চ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে রেলপথ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

রেলপথ মন্ত্রণালয়ে এসে টিকিট কালোবাজারি বন্ধের উদ্যোগ নেন মাহবুব কবীর। রেলের টিকিটিং ব্যবস্থাকে অনলাইনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত করার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছিলেন তিনি। এই ব্যবস্থা কার্যকর হলে যার নামে টিকিট ইস্যু হতো শুধুমাত্র তিনিই ভ্রমণ করতে পারতেন।

পরে, একই বছরের ৬ আগস্ট 'অসদাচরণের' অভিযোগে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়।

শাস্তির বিষয়ে মাহবুব কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments