অনিবন্ধিত হাসপাতালে চিকিৎসক কাজ করলে আইনি ব্যবস্থা

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির কথা বলছেন। ছবি: মওদুদ আহমেদ সুজন

তিন মাস পর আবারো অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধে মাঠে নামতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অভিযান চলবে।

এই ৩ মাসে যারা আবেদন পরেও নিবন্ধন পায়নি এমন হাসপাতালও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাতে পারবে না।

আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমরা ৩ মাস সময় দিয়েছি। এই সুযোগ যারা নেয়নি এবং এর মধ্যে যারা নিবন্ধনের জন্য আবেদন করেনি কিংবা আবেদন করেও যারা নিবন্ধন পায়নি তারা হাসপাতাল কিংবা ক্লিনিক চালাতে পারবে না।'

অনিবন্ধিত প্রতিষ্ঠানে কোনো চিকিৎসক কাজ করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে অভিযান শুরু করে। এই অভিযানে প্রায় এক হাজার ৬৪১টি অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

46m ago