অর্থপাচার মামলায় বগুড়ার তুফান সরকারের জামিন

অর্থপাচার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বগুড়ায় বরখাস্ত শ্রমিক লিগ নেতা তুফান সরকার। ২০১৭ সালে কলেজ শিক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ এবং ভিকটিম ও তার মায়ের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা আছে তার বিরুদ্ধে।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে তুফানকে জামিন দেন।
৩৩ লাখ ৩৪ হাজার টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৯ অক্টোবর তুফানের বিরুদ্ধে বগুড়া থানায় মামলা করে পুলিশ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, আজ হাইকোর্টে বিভিন্ন মামলায় তুফান দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন বিবেচনা করে জামিন দেওয়া হয়।
তিনি বলেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল করবে।
তুফানের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল।
২০১৭ সালের জুলাইয়ে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ করে তুফান। ভুক্তভোগীকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টায় ওই শিক্ষার্থী ও তার মাকে তুলে নিয়ে যায়, চার ঘণ্টা ধরে নির্যাতন করার পর তাদের মাথার চুল কেটে দেওয়া হয় বলে রিপোর্টে উঠে আসে।
Comments