অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

পাবনার সুজানগর উপজেলার এক ছাত্রলীগ নেতার অস্ত্র হাতে ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে পলাতক আছেন ওই নেতা। অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজছে।
পাবনার ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকি রাতুলের এই ছবিটি গত বুধবার ফেসবুকে ভাইরাল হয়। ছবি: সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার এক ছাত্রলীগ নেতার অস্ত্র হাতে ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে পলাতক আছেন ওই নেতা। অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজছে।

ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকি রাতুল (২৫) পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন এবং সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা জানান, রাতুল এক হাতে অস্ত্র নিয়ে কোমরে গোঁজার চেষ্টা করছেন, এমন একটি ছবি গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভাইরাল হয়ে যাওয়ার পর ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়।

জানতে চাইলে সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে খুঁজছে। তাকে পাওয়া গেলে অস্ত্রটি সম্পর্কে জানা যাবে।'

পুলিশ এ বিষয়ে তৎপর আছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা বা জিডি করা হয়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাতুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তার বাবার মোবাইল নম্বরে ফোন দিলে সেটিও বন্ধ পাওয়া যায়।

ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ফিরোজ আলি সাংবাদিকদের বলেন, 'এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।'

'ছাত্রলীগ কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। ফলে এখানেও করবে না,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

US sanction on Aziz not under visa policy: foreign minister

Bangladesh embassy in Washington was informed about the sanction, he says

2h ago