আদালতে নেওয়া হচ্ছে পরীমনিকে

চিত্রনায়িকা পরীমনিকে র‍্যাব সদর দপ্তর থেকে আদালতে উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার দেখানোর পর তাকে বনানী থানা থেকে আদালতে নেওয়া হচ্ছে। তার সঙ্গে চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজ ও তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও সবুজ আলীকেও আদালতে নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে বনানী থানা থেকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ।

এর আগে, সন্ধ্যায় র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল পাঁচটার দিকে উত্তরা র‍্যাব সদর দপ্তর থেকে তাদের বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি জানিয়েছিলেন, পরীমনির বিরুদ্ধে মাদক মামলা এবং রাজের বিরুদ্ধে মাদক ও পর্ণোগ্রাফি আইনে মামলা হবে। এই মামলায় তাদের আদালতে হাজির করা হবে।

পরীমনিকে বনানী থানা থেকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সূত্র জানায়, সাড়ে পাঁচটার দিকে পরীমনি, রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে মামলা রুজু করা হয়। সেখানে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়।

এরপর, সেখান থেকে রাত আটটার দিকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ।

গতকাল বিকেলে পরীমনির বাসায় ও রাতে রাজের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

এর আগে, র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানিয়েছিলেন, গত মঙ্গলবার মডেল পিয়াসার সহযোগী মিশু হাসান গ্রেপ্তারের পর, তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরীমনি ও রাজের বাড়িতে অভিযান চালানো হয়।

পরীমনির বিরুদ্ধে মাদক মামলা এবং রাজের বিরুদ্ধে মাদক ও পর্ণোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছিল বলেও তিনি জানিয়েছিলেন।

Comments