শাবিপ্রবি

আন্দোলনে অর্থ সহায়তাকারীরা জামায়াত-শিবির, তাই মামলা করেছি: তাঁতী লীগ নেতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়টির সাবেক ৫ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমেদ লায়েক।
সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমেদ লায়েক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়টির সাবেক ৫ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমেদ লায়েক।

মামলা করার কারণ জানতে আজ বুধবার দুপুর ১২টার দিকে সুজাত আহমেদ লায়েকের সঙ্গে টেলিফোনে কথা বলেছে দ্য ডেইলি স্টার।

সুজাত আহমেদ বলেন, 'আন্দোলনের বিষয়টি আমার ভালো লাগেনি। তাদের ডাকা হয়েছে কিন্তু তারা বসেনি। আন্দোলনকারীদের টাকা দেওয়াটা অনেক বড় অপরাধ।'

তিনি বলেন, 'এই আন্দোলনে যারা অর্থ দিয়ে সহায়তা করছেন তারা জামায়াত-শিবির। আন্দোলনের সবকিছুতেই মনে হয় জামায়াত-শিবিরের হাত আছে। না হলে আন্দোলনকারীদের টাকা দিয়ে সাহায্য করার মানে কী। এই আন্দোলনে টাকা দিয়ে উৎসাহিত করা হচ্ছে। তাই আমি একজন সচেতন নাগরিক হিসেবে মামলাটি করেছি।'

শিক্ষার্থীদের ফান্ডে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ১০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন, তার বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবেন বা তিনিও কি জামায়াত-শিবির? এমন প্রশ্নের জবাবে সুজাত আহমেদ বলেন, 'স্যারের টাকা দেওয়ার বিষয়টি আমি জানি না। এ বিষয়ে স্যার এবং জালালাবাদ থানার সঙ্গে যোগাযোগ করে দেখি কিছু বলা যায় কিনা।'

মামলার বিষয়ে সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলা করার বিষয়ে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। সুজাত আহমেদ নিজ উদ্যোগে মামলাটি করেছেন। এর দায়ভার সংগঠন নেবে না।'

তিনি আরও বলেন, 'মামলার বিষয়ে আমি বা আমার সংগঠনের সভাপতি কেউ কিছু জানেন না। সুজাতের সঙ্গে কথা বলে জানব- কেন তিনি এ ঘটনায় মামলা করলেন।'

Comments

The Daily Star  | English
Exports fall in April

Exports fall in April

It declined 0.99% year-on-year to $3.91 billion in April

43m ago