১১০০ কোটি টাকা আত্মসাতের মামলা

ই-অরেঞ্জের সাবেক মালিক, সিইও ৫ দিনের রিমান্ডে

গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় ইকমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের সাবেক মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আমান উল্যাহকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
gavel
প্রতীকী ছবি

গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় ইকমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের সাবেক মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আমান উল্যাহকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতে জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে ১৮ আগস্ট সন্ধ্যায় আমান উল্যাহকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা এবং গাড়ি জব্দ করা হয়।

মামলা দায়েরের পরই গত ১৭ আগস্ট সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমান আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ১৭ আগস্ট অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন ই-অরেঞ্জের গ্রাহক মো. তাহেরুল ইসলাম।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

51m ago