এমপি-মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দেওয়া কারো সঙ্গে লেনদেনে সতর্ক থাকুন: ডিবি

সংসদ সদস্য বা মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় দেওয়া কারও সঙ্গে সম্পর্ক বা লেনদেন করার বিষয়ে সতর্ক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য বা মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় দেওয়া কারও সঙ্গে সম্পর্ক বা লেনদেন করার বিষয়ে সতর্ক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ প্রসঙ্গে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, 'এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর ছবি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ফেসবুকে ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিও পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করেন। এই পরিচয়ে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চাকরির প্রলোভন, বিভিন্ন রাজনৈতিক সমস্যার সমাধান, পুলিশে লোক নিয়োগ, পুলিশ ক্লিয়ারেন্স, বদলি, এলাকার মামলা নিষ্পত্তি সংক্রান্ত তদবির করে বিপুল অর্থ আত্মসাৎ করেন।'

ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, 'ভিআইপিদের সঙ্গে ছবি থাকলেই কারও সঙ্গে সম্পর্ক বা লেনদেন করা যাবে না।'

এ ধরনের প্রতারণা এড়াতে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো হলো-সংসদ সদস্য, মন্ত্রী ও সমাজের বিশিষ্টজনদের ঘনিষ্ঠ পরিচয়ে কারও সঙ্গে লেনদেন থেকে বিরত থাকা।

এছাড়া সংসদ সদস্য, মন্ত্রী ও সমাজের বিশিষ্টজনদের অপরিচিত বা স্বল্প পরিচিত কারও সঙ্গে ছবি তোলার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে গোয়েন্দা পুলিশ।

Comments

The Daily Star  | English
books on Bangladesh Liberation War

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

15h ago