কাশিমপুর কারাগারে পরীমনি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই দফা রিমান্ড শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে পরীমনিকে।
কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রিজন ভ্যানে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পরীমনিকে কাশিমপুর নারী কারাগারে আনা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে এ কারাগারে বন্দী রাখা হবে।
এর আগে, আজ সকাল ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১০ আগস্ট দুপুরে চার দিনের রিমান্ড শেষে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় এবং পাঁচদিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করে র্যাব।
Comments