কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মালিক মিয়া (২৪) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মালিক মিয়া (২৪) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার দুপুরে এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা করেছেন শিশুটির বাবা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত শিক্ষক মালিক মিয়াকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

শিশুটির মা দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত মালিক মিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করে বিভিন্ন গ্রামে গিয়ে প্রাইভেট পড়ান। এক প্রতিবেশির বাড়িতে ওই শিশুসহ ৬ জনকে প্রাইভেট পড়াতেন তিনি। গতকাল হুজুরের কাছে পড়তে গেলে মালিক মিয়া তাদেরকে না পড়িয়ে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে শিশুটিকে একটি ইট ভাটায় নিয়ে ধর্ষণ করেন।

শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যান তারা।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments