জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

আজ বুধবার ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ক্যাসিনোতে প্রায় ২২২ কোটি টাকা আত্মসাৎ ও তা পাচার করার অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাকে জামিন দিয়েছেন।

সম্রাটের আইনজীবী গাজী জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, জামিন আদেশের ফলে জেল থেকে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে সম্রাটের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মানি লন্ডারিং, অস্ত্র ও মাদক মামলায় আদালত তাকে জামিন দেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান ২০১৯ সালের ৬ অক্টোবর থেকে সম্রাট কারাগারে থাকার যুক্তি দেখিয়ে তাকে জামিন দেন।

জামিন দেওয়ার সময় বিচারক আদালতে সম্রাটের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জাহাঙ্গীর আলম রাজধানীর অবৈধ ক্যাসিনো ব্যবসার 'মূলহোতা' হিসেবে সম্রাটের বিরুদ্ধে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ১২ নভেম্বর ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago