টিপুকে গুলি করেন আকাশ: পুলিশ

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুম মোহাম্মদ ওরফে আকাশ বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুম মোহাম্মদ ওরফে আকাশ বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।'

এ কে এম হাফিজ আক্তার বলেন, 'আকাশ মোটরসাইকেলে এসে টিপুকে লক্ষ্য করে নিজেই গুলি করেছেন বলে জানান।'

তিনি বলেন, 'ঘটনার আগেরদিন কমলাপুর এলাকায় জাহিদুল ইসলামের অফিসের আশেপাশে ২ সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে রেকি করেন আকাশ। সেদিন জাহিদুলকে হত্যায় সফল না হওয়ায় তারা পরদিনও মোটরসাইকেল নিয়ে তাকে হত্যার চেষ্টা করেন এবং সফল হন।'

'ঘটনার পরদিন আকাশ জয়পুরহাটে চলে যান এবং সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপর তিনি বগুড়ায় চলে আসেন এবং বগুড়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়', যোগ করেন এই ডিবি কর্মকর্তা।

তিনি বলেন, 'জিজ্ঞাসাবাদে আকাশ জানান, ঘটনার ৫ দিন আগে টাকার বিনিময়ে তাকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব দেওয়া হয়।' 

এ কে এম হাফিজ আক্তার বলেন, 'আকাশ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক্স ডিজাইনে পড়াশোনা করেছেন। তার স্ত্রী ও সন্তান আছে। তার বাবা স্কুলশিক্ষক।'

তিনি বলেন, 'আকাশ আরও জানান, তার নামে একটি হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলা আছে। এ ছাড়া, তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। এসব কারণে তিনি পরিবারের সঙ্গে থাকতেন না।'

আকাশকে এখন আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত পরিচালিত হবে বলেও জানান তিনি।  

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

8h ago