টিপু ও প্রীতি হত্যা: আকাশ ৭ দিনের রিমান্ডে

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেপ্তার হওয়া মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সিকদার আজ সোমবার আকাশকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাইলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, টিপু ও প্রীতিকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার কথা স্বীকার করেছেন আকাশ। তাই এ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

তবে এ হত্যাকাণ্ডে আকাশ জড়িত নন উল্লেখ করে রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন তার আইনজীবী। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে, আকাশের আইনজীবী শাহনেওয়াজ বেগম রনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ হেফাজতে আকাশকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তিনি হাঁটতে পারছিলেন না। ২ জন পুলিশ তাকে হেলমেট পরিহিত অবস্থায় ধরে ধরে আদালতে এনেছেন। এজলাসে তিনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তাই বসার জন্য তাকে একটি টুল দেওয়া হয়।'  

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

5h ago