তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিন রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন বাঁধন।
হাসপাতাল সূত্র জানায়, বাঁধন পেশায় রঙমিস্ত্রি। ঢাকায় তিনি তেজকুনি পাড়ায় বসবাস করতেন। তার বাড়ি কিশোরগঞ্জে। বাঁধনের বাবার নাম আসাদ চৌধুরী।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, বাঁধন নামে ওই যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমরা বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছি।
Comments