অপরাধ ও বিচার

দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ৪২

দিনাজপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে ৪২ জনকে আটক করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

দিনাজপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে ৪২ জনকে আটক করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ডেপুটি কমিশনার (স্পেশাল অ্যাকশন) আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট বিরল, বোচাগঞ্জ ও দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, স্থানীয় পুলিশ কর্মীদের সহায়তায় সিটিটিসির সদস্যরা অভিযান চালিয়ে তাদের সন্দেহভাজন জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করে।

আব্দুল মান্নান জানান, তদন্ত ও তথ্য যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ অনিচ্ছুক দিনাজপুর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গতকাল রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে এসব অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে বিরল উপজেলা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। অন্যদের সদর ও বোচাগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়।

Comments