দিনাজপুরে ৫ বছরের শিশু ধর্ষণ: আসামি সাইফুলের যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুরের পার্বতীপুরের ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার রায় হয়েছে। দীর্ঘ প্রায় ৬ বছর পর মামলার রায়ে আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল পার্বতীপুর উপজেলার জমিদার হাট তকেয়াপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
রায়ে আদালত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাভোগের আদেশ দেন।
রায় দেওয়ার সময় আসামিকে আদালতে হাজির করা হয়।
২০১৬ সালের ১৮ অক্টোবর দুপুরে খেলতে নিখোঁজ হয় ৫ বছরের শিশুটি। অনেক খুঁজেও না পেয়ে রাতে রাতে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। পরদিন সকালে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী খেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, প্রতিবেশি সাইফুল ৫ বছরের শিশুটিকে ধর্ষণ এবং অবর্ণনীয় নির্যাতনের পর হলুদের খেতে ফেলে রাখে।
বাদীপক্ষের আইনজীবী তৈয়বা বেগম জানান, আদালত দীর্ঘ ৫ বছরের বেশি সময় পর আজ এই মামলার রায় দিলেন। শিশুটির পরিবারের সদস্যরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Comments