ধর্ষণের পর কিশোরীর গায়ে আগুন, গ্রেপ্তার ১

নোয়াখালীতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর গায়ে আগুন দিয়েছে অভিযুক্ত যুবক। আগুনে পুড়ে গেছে কিশোরীর পিঠ থেকে পা পর্যন্ত। এ ঘটনায় থানায় অভিযোগের পর আজ মঙ্গলবার আসামি ইব্রাহিম খলিল হৃদয়কে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সকালে কিশোরীর মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মধুপুর মহল্লা থেকে ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে।
গত ১২ মে নোয়াখালী পৌর সদরে ধর্ষণের ঘটনা ঘটে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার আবদুর রহিমের ছেলে ইব্রাহিল খলিল ভুক্তভোগী কিশোরীকে স্থানীয় গৃহায়ন ও গণপূর্ত প্রকৌশল কার্যালয় সংলগ্ন গোলঘরে ধর্ষণ করে। এরপরই কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেয় খলিল। আগুনে পুড়ে যায় পিঠ, কোমরসহ শরীরের পেছনের অংশ।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, মেয়েটা কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধি। এর সুযোগ নিয়ে স্থানীয় গণ্যমান্যরা সমঝোতা করে দেওয়ার কথা বলে সময় ক্ষেপণ করে। অভিযুক্ত খলিল ও তার স্বজনরা এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য প্রতি নিয়ত হুমকি দিচ্ছে। আমার বড় মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, কিশোরীর পরিবার তাকে কোনো হাসপাতালেও চিকিৎসা করায়নি। পুলিশ খবর পেয়ে কিশোরীর পরিবারকে থানায় ডেকে এনে ঘটনা জেনে আইনগত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments