নাহিদ হত্যা: গ্রেপ্তার ৫ শিক্ষার্থীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নিহত নাহিদ মিয়াকে হত্যার অভিযোগের গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আদালত চত্বরে গ্রেপ্তারকৃত ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নিহত নাহিদ মিয়াকে হত্যার অভিযোগের গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

গ্রেপ্তাকৃতরা হলেন- আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ মুক্তাদির (১৯)।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারকৃতদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন গোয়েন্দা  পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল আলম জুয়েল।

আসামিপক্ষ রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে পৃথক আবেদন করেন।

 উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার গ্রেপ্তারকৃতদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে গুরুতর আহত নাহিদ (১৮) গত ১৯ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কর্মচারী ছিলেন।

Comments