তাসকিন বিশ্বাস করেন তারা নিশ্চিতভাবে পরের রাউন্ডে যাবেন
চোটের কারণে তাসকিন আহমেদকে নিয়ে ছিলো অনেক অনিশ্চয়তা। তার জন্য বিশ্বকাপ দল ঘোষণাও বিলম্ব হচ্ছিলো। শেষ পর্যন্ত সহ-অধিনায়ক হিসেবেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়েছেন তিনি। এই ডানহাতি পেসারের বিশ্বাস, নিশ্চিতভাবেই তারা এবার সুপার এইটে খেলতে পারবেন।
বুধবার দিবাগত মধ্যরাতে যুক্তরাষ্ট্রর উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল। শুক্রবার ভোরে হিউস্টনে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা। টেক্সাস অঙ্গরাজ্যের এই ভেন্যুতেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী মঙ্গলবার থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
দেশ ছাড়ার আগে তাসকিন জানিয়ে যান নিজের ভাবনা। বিসিবির প্রকাশিত ভিডিওতে এই পেস তারকা বলছেন বিশ্বকাপ ঘিরে নিজেদের স্বপ্নের কথা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্স ও চোট মিলিয়ে জায়গা পাননি। সেবার প্রচণ্ড ভেঙ্গে পড়েছিলেন। এবার তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারদের একজন। তার ফিটনেস নিশ্চিত হতে দল ঘোষণাও পিছিয়ে দিতে হয়েছে। নিজের মূল্যটা তাসকিন বুঝতে পারছেন ভালো করে, 'আমি অনেক ভালো অনুভব করছি। দলে আছে, সহ-অধিনায়ক হয়েছি। একটা জিনিস আমার মনে পড়েছে। ২০১৯ সালের বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পেছাতে হয়েছে, দুদিন পরে দিয়েছে। এটা গর্বের মুহূর্ত। চেষ্টা করব এই সম্মান দেওয়ার।'
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। কাজটা কঠিন হলেও তাসকিনের মনে আছে বিশ্বাস, 'আমি বিশ্বাস করি আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে। যদিও প্রথম দুটো ম্যাচই বড় ম্যাচ। টি-টোয়েন্টি খুবই অনিশ্চয়তার খেলা। যেকেউ যা কাউকে হারিয়ে দিতে পারে। নেদারল্যান্ডস, নেপালকেও হালকাভাবে নেওয়ার কিছু নেই। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। আমরা অবশ্যই যাব দ্বিতীয় রাউন্ডে।'
৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডালাসে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ছাড়াও দুটি প্রস্তুতি ম্যাচ আছে। ২৮ মে ফের যুক্তরাষ্ট্র ও ১ জুন ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচ আছে শান্তদের।
Comments