নিউ ইয়র্কের নতুন মাঠে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত

nassau county international cricket stadium

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ হওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিলো। তবে শেষ পর্যন্ত প্রতিটি দলের পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচে ব্যবস্থা রেখেছে আইসিসি। যুক্তরাষ্ট্রর বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ পরেও বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ পাচ্ছে দুটি। যার একটি আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেই। আরেকটি হবে নিউ ইয়র্কের নতুন স্টেডিয়ামে, ভারতের বিপক্ষে।

নিউ ইয়র্কের আইজেনহাওয়ার পার্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে স্রেফ পাঁচ মাসে। গতকাল এই স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্যারিবিয়ান কিংব্বদন্তি কার্টলি অ্যামব্রোস। ছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বর্তমান দলের দুই ক্রিকেটার কোরি অ্যান্ডারসন ও মোনাঙ্ক প্যাটেলকেও রাখা হয়েছিল আয়োজনে।

এই মাঠে আগামী ১ জুন হবে প্রথম কোন ম্যাচ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতিমূলক সেই ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের পর ২৮ মে একই প্রতিপক্ষের বিপক্ষে একই মাঠে আইসিসির প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন নাজমুল হোসেন শান্তরা।

আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি

২৭ মে

কানাডা-নেপাল, ভেন্যু- টেক্সাস

ওমান-পাপুয়া নিউগিনি, ভেন্যু- ত্রিনিদাদ ও টবেগো

নামিবিয়া ও উগান্ডা, ত্রিনিদাদ ও টবেগো।

২৮ মে

শ্রীলঙ্কা- নেদারল্যান্ডস, ভেন্যু- ফ্লোরিডা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ভেন্যু-  টেক্সাস

অস্ট্রেলিয়া-নামিবিয়া, ভেন্যু- ত্রিনিদাদ ও টবেগো

২৯ মে

দক্ষিণ আফ্রিকা আন্ত স্কোয়াড, ভেন্যু- ফ্লোরিডা

আফগানিস্তান-ওমান, কুইন্স পার্ক ওভাল, ভেন্যু- ত্রিনিদাদ ও টবেগো।

৩০ মে

নেপাল- যুক্তরাষ্ট্র, ভেন্যু- টেক্সাস

স্কটল্যান্ড-উগান্ডা, ভেন্যু- ত্রিনিদাদ ও টবেগো

নেদারল্যান্ডস-কানাডা, ভেন্যু- টেক্সাস

নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ভেন্যু- ত্রিনিদাদ

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ভেন্যু- ত্রিনিদাদ

৩১ মে

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা, ভেন্যু- ফ্লোরিডা

স্কটল্যান্ড- আফগানিস্তান, ভেন্যু- ত্রিনিদাদ ও টবেগো।

জুন ১

বাংলাদেশ-ভারত, ভেন্যু- নিউ ইয়র্ক।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

4h ago